এ যেন গোদের ওপর বিষফোঁড়া! জোশীমঠ নিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছে উত্তরাখণ্ড প্রশাসন। এর মাঝেই জোশীমঠ থেকে ৮২ কিলোমিটারের দূরে কর্ণপ্রয়াগে একাধিক বাড়ি এবং রাস্তায় ফাটল ধরার ঘটনা প্রকাশ্যে এসেছে। নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে প্রায় এক দশক আগে কর্ণপ্রয়াগের বহুগুণা কলোনির দু’ডজনেরও বেশি বাড়িতে ফাটল ধরতে শুরু করে। ক্রমেই সেই ফাটল আরও বেড়েছে। কোনও কোনও বাড়ির অবস্থা খুব সঙ্গিন হওয়ায় বাসিন্দাদের পাকাপাকি ভাবেই আশ্রয় নিতে হয়েছে পুরসভার আশ্রয়কেন্দ্রে।
Prithvi Shaw:দারুণ সাফল্যের পরেও টিম ইন্ডিয়া থেকে বাদ, নীরবতা ভাঙলেন পৃথ্বী শ
স্থানীয়দের মতে ২০১৩ থেকে ফাটল দেখা দিতে শুরু করে নতুন বাড়িগুলিতেও। এই পরিস্থিতির জন্য নির্মাণ কাজকেই দায়ী করেছেন স্থানীয়রা। প্রশাসনের তরফেও বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হয়নি বলে অভিযোগ।
২ জানুয়ারি থেকে জোশীমঠের ৭৩১টিরও বেশি বাড়িতে ফাটল দেখা দিয়েছে। শহরের রাস্তা-মন্দির-জমি, সবেতেই দেখা দিয়েছে চওড়া ফাটল। আতঙ্কেই রাতারাতি ভিটেমাটি ছাড়া সেই শহরের বহু মানুষ। এখনও পর্যন্ত প্রায় ১৩১টি পরিবারকে ত্রাণ শিবিরে পাঠানো হয়েছে। জোশীমঠকে ‘বসবাসের অযোগ্য’ বলেও ঘোষণা করেছে উত্তরাখণ্ড সরকার।