ইতিহাস মানেই বিস্ময় ও কৌতূহল! কত ঘটনা ও দুর্ঘটনা মিলেমিশে যে তৈরি হয় মানবসভ্যতার স্বতন্ত্র ইতিহাস, লড়াইয়ের ইতিহাস, তার ইয়ত্তা নেই! তার সঙ্গে এই কথাটিও বারবার বলা হয় যে, ইতিহাসের থেকে বড় শিক্ষক আর কেউ নেই। একেবারে স্বতন্ত্র বিশেষত্ব নিয়ে টিকে থাকে ইতিহাসের প্রতিটি দিনই। দিনটি হয়তো সাক্ষী থেকেছিল মানবসভ্যতাকে (On this day in history) একেবারে খোলনলচে বদলে দেওয়া কোনও আবিষ্কারের। অথবা, হয়তো ওই দিনে জন্মগ্রহণ বা মৃত্যুবরণ করেছিলেন মানবসভ্যতার ইতিহাসকে নাড়া দেওয়ার মত কোনও ব্যক্তিত্ব। কিংবা, হয়তো কোনও ভয়াবহ ঘটনা বা দুর্ঘটনায় স্তম্ভিত হয়ে গিয়েছিল গোটা বিশ্ব তথা এই দেশ। এমনই প্রতিটি দিনকে এবার থেকে আমরা দেখব ইতিহাসের চোখে।
১৯৮৭ সালের ২৭ জুলাই এমন একটি ঘটনা ঘটেছিল, যা শুনলে আজও শিহরিত হয়ে ওঠেন বহু মানুষ। ১৯১২ সালের এপ্রিল মাসে সলিলসমাধি হয়েছিল যে ভুবনবিখ্যাত 'টাইটানিক' জাহাজের (Titanic), তার ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া গিয়েছিল ওইদিন। প্রথমবার।
আরও পড়ুন: রাষ্ট্রপতি হলেন প্রণব মুখোপাধ্যায়, চন্দ্রযান ২ এর যাত্রা, ইতিহাসের চোখে ২২ জুলাই
শুধু বিশ্বের ক্ষেত্রেই নয়। ভারতের জন্যও ২৭ জুলাইয়ের ইতিহাসে রয়ে গিয়েছে বেশ কিছু মণিমুক্তো। ১৯৯৪ সালের ২৭ জুলাই ইতালির মিলান শহরে ৪৬-তম বিশ্ব শুটিং চ্যাম্পিয়নশিপে ভারতীয় শুটার যশপাল রানা (Yashpal Rana) জুনিয়র বিভাগে স্বর্ণপদক জেতেন। ৬০০-তে ৫৬৯ পয়েন্ট পেয়ে রীতিমতো শোরগোল ফেলে দেন এই নবীন ভারতীয় শুটার। পরে বহু সাফল্য পেলেও, তরুণ বয়সে তাঁর এই সাফল্য ভারতীয় ক্রীড়ামোদীদের হৃদয়ে পাকাপাকিভাবে জায়গা করে নেয়।
২৭শে জুলাইয়ের ইতিহাসও জড়িত ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের সঙ্গেও। স্বাধীনতা সংগ্রামী বাল গঙ্গাধর তিলককে (Bal Gangadhar Tilak) ১৮৯৭ সালের ২৭ জুলাই ব্রিটিশ সরকার প্রথমবার গ্রেফতার করেছিল। 'স্বরাজ আমার জন্মগত অধিকার' স্লোগানের প্রবক্তা বাল গঙ্গাধর তিলক জেলে বসে তাঁর জনপ্রিয় বই 'তিলক গীতা রহস্য' লিখেছিলেন।