১০ সেপ্টেম্বর, বিকেল ৫টার মধ্যে কাজে ফিরতে হবে রাজ্যের কর্মবিরতিতে থাকা জুনিয়র ডাক্তারদের। কাজে না ফিরলে রাজ্য সরকার যদি ডাক্তারদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ গ্রহণ করে, সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট কোনও মধ্যস্থতা করবে না। জানালেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। এই মামলার পরবর্তী শুনানি ১৭ সেপ্টেম্বর।
সুপ্রিম কোর্টে আরজি কর শুনানি শুরু হওয়ার পর রাজ্যের আইনজীবী কপিল সিব্বল জানান, ডাক্তারদের কর্মবিরতির জেরে এখনও পর্যন্ত ২৩ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসকদের আইনজীবীর পক্ষ থেকে জানানো হয়, এখনও জুনিয়র চিকিৎসকদের হুমকি দেওয়া হচ্ছে। সুপ্রিম কোর্টের তরফে রাজ্য সরকারকে নির্দেশ দেওয়া হয়, জুনিয়র ডাক্তারদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। শীর্ষ আদালত জানতে চেয়েছে, চিকিৎসকদের নিরাপত্তার জন্য রাজ্য সরকার কী কী ব্যবস্থা নিয়েছে।