রেলকর্মীর দ্বিতীয় স্ত্রীও পেনশন পাবেন। এমনই নির্দেশ দিল কর্নাটক হাইকোর্ট। চলতি বছরের ২০ ডিসেম্বর বিচারপতি এম নাগপ্রসন্ন এই রায় দিয়েছেন।
এক মৃত রেলকর্মীর প্রথম স্ত্রীকে পেনশনের ৫০ শতাংশ দেওয়ার নির্দেশ দিয়েছিল নিম্ন আদালত। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে যায় দ্বিতীয় স্ত্রী। উভয় পক্ষের যুক্তি শুনে বিচারপতি নির্দেশ দেন, ভারতীয় আইন অনুযায়ী কোনও রেলকর্মীর একাধিক বিবাহ হলে তাঁদের মধ্যে পেনশন সমান ভাগে ভাগ করে দেওয়া হবে।
আদালতের তরফে জানানো হয়েছে, রেলের পেনশন নীতি মেনেই এই পেনশন ভাগ করে দেওয়া হবে। তবে বিবাহ প্রমাণের জন্য যাবতীয় তথ্য জমা দিতে হবে নির্দিষ্ট দফতরে।