নির্বাচন লড়তে হলে কমিশনের কাছে জমা রাখতে হয় বন্ড। সেই ১০ হাজার টাকা জমা পড়ল এক টাকার কয়েনে। অর্থাৎ ১০ হাজারটি ১ টাকার কয়েন দিয়েই কমিশনে টাকা গচ্ছিত রাখলেন কর্নাটকের এক নির্দল প্রার্থী।
ইয়াদগির বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচন লড়বেন ইয়াঙ্কাপ্পা। বন্ডের পুরো টাকাই ইয়াঙ্কাপ্পা তুলেছেন তাঁর বিধানসভা কেন্দ্রের মানুষের কাছ থেকে। সকলেই এক টাকা করে দিয়েছেন। বন্ডের সেই টাকা গুনতে কমিশনের সময় লেগেছে ২ ঘণ্টা।
আগামী ১০ মে, কর্নাটকে বিধানসভা নির্বাচন।