প্রিয় বান্ধবীকে প্রেম নিবেদন করেছিলেন। কিন্তু রাজি হননি। সেকারণে প্রতিশোধ নিতে ডিপফেক প্রযুক্তি ব্যবহার করে ওই বান্ধবীর অশ্লীল ছবি তৈরি করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি কর্নাটকের খানাপুর এলাকার। রবিবার অভিযুক্ত ২২ বছর বয়সী ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত যুবক একটি বেসরকারি সংস্থায় চাকরি করেন। তিনি ওই তরুণীকে প্রেম নিবেদন করেন। কিন্তু তাতে রাজি হননি তিনি। তারপরেই ডিপফেক প্রযুক্তির মাধ্যমে বান্ধবীর অশ্লীল ছবি তৈরি করেন তিনি। এমনকি, ওই ছবিগুলি বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও শেয়ার করেন অভিযুক্ত যুবক।
এর আগে দক্ষিণী অভিনেত্রী রশ্মিকা মন্দনার একটি অশ্লীল ভিডিও নিয়ে তোলপাড় শুরু হয়। তারপর অবশ্য জানা যায়, ডিপফেক প্রযুক্তির মাধ্যমে ওই ভিডিও তৈরি করা হয়েছে।