আইফোনের অর্ডার করে টাকা মেটাতে পারছিলেন না কর্নাটকের যুবক। এই নিয়েই ডেলিভারি বয়ের সঙ্গে শুরু হয় অশান্তি। ফোন হাতাতে বছর ২০ এর ডেলিভারি বয়কেই খুন করে ওই যুবক, অভিযোগ এমনটাই। ঘটনাটি ঘটেছে ৭ ফেব্রুয়ারি কর্নাটকের হাসান জেলায়। জানা যায়, এরপর ওই দেহ যুবক তিনদিন নিজের বাড়িতেই রেখেছিলেন। পরে সেই দেহ বস্তায় পুরে বাইকে চাপিয়ে নির্জন স্টেশনের কাছে পুড়িয়ে দেয় অভিযুক্ত। ঘটনাচক্রে দুজনের নাম ও এক , অভিযুক্তের নাম হেমন্ত দত্ত এবং মৃত ডেলিভারি বয়ের নাম হেমন্ত নায়েক।
ইতিমধ্যেই সামনে এসেছে অভিযুক্ত যুবকের একটি ভিডিও। জানা যায়, ছুরির একের পর এক আঘাতে ওই ডেলিভারি বয়কে কোপান অভিযুক্ত। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ডেলিভারি বয়ের। নিহতের ভাই মঞ্জু নায়েক পুলিশে মিসিং ডায়েরি করলে তদন্ত শুরু করে পুলিশ।