প্রভাবশালী ব্যক্তিদের যৌনতার ফাঁদে ফেলে টাকা হাতানোর অভিযোগ। ঘটনায় গ্রেফতার প্রীতি দেশাই নামে কর্ণাটকের এক মহিলা। রাজস্থানের ভরতপুর জেলার এক ব্যবসায়ীকে প্রতারণা করার অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করা হয়েছে।
অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় প্রভাবশালীদের সঙ্গে বন্ধত্বের ফাঁদ তৈরি করতেন প্রীতি। তারপর ভিডিয়ো কলে তাঁদের সঙ্গে ঘনিষ্ঠ সময় কাটাতেন। আর সুযোগ বুঝে সেই মুহূর্তের ছবি ক্যামেরাবন্দি করে রাখতেন। এরপর ওই ব্যক্তিকে ব্ল্যাকমেল করে আদায় করতেন লক্ষ লক্ষ টাকা।
প্রীতির ফাঁদে পড়ে কয়েক লক্ষ টাকা খুইয়েছেন রাজস্থানের এক ব্যবসায়ী। তাঁর অভিযোগের ভিত্তিতেই ৪২ বছর বয়সি ওই মহিলাকে ভুবনেশ্বর থেকে তাঁকে গ্রেফতার করেছে রাজস্থান পুলিশের একটি দল।
সূত্রের খবর, ২০১৭ সালে রাজস্থানের এক ব্যবসায়ীকে বিয়ে করেছিলেন প্রীতি। ২০১৯ সাল পর্যন্ত তাঁরা একসঙ্গে ছিলেন। এরপর সেখান থেকে পালিয়ে যান প্রীতি। এরপর থেকেই বিভিন্ন ব্যবসায়ীকে ব্ল্যাকমেল করে টাকা হাতানোর অভিযোগ উঠেছে প্রীতির বিরুদ্ধে।