জঙ্গিদের গুলিতে নিহত কাশ্মীরি টেলিভিশনের বিখ্য়াত অভিনেত্রী আমরিন ভাট। বুধবার বদগামের চাদুরায় অভিনেত্রীর বাড়ি লক্ষ্য করে হামলা চালায় জঙ্গিরা। এই ঘটনায় আহত হয়েছে আমরিনের ১০ বছরের ভাইপো। তার হাতে গুলি লেগেছে বলে খবর পাওয়া গিয়েছে।
হাসপাতালে নিয়ে যাওয়া হলে অভিনেত্রীকে মৃত বলে ঘোষণা করা হয়। কাশ্মীর টেলি জগতে পরিচিত মুখ ছিলেন আমরিন। সোশাল মিডিয়া তাঁর ভিডিও বেশ জনপ্রিয় ছিল। পুলিশ সূত্রে খবর, এদিন অভিনেত্রীর বাড়ি টার্গেট করে নাশকতা চালায় জঙ্গিরা। তবে কেন অভিনেত্রীকে নিশানা করা হল, তা এখনও স্পষ্ট নয়।
গত ১২ মে এই শহরেই জঙ্গিদের গুলিতে প্রাণ হারিয়েছিলেন কাশ্মীরি পন্ডিত ও সরকারি কর্মচারি রাহুল ভাট। দিন কয়েক আগে জঙ্গিরা খুন করেছিলেন এক পুলিশ অফিসারকে। সেই ঘটনায় জখম হয়েছিল পুলিশ কর্তার সাত বছরের মেয়ে।