স্ত্রীকে খুন করে লোপাট করে দিয়েছিল দেহ। সন্দেহ এড়াতে ডায়েরিও করা হয়েছিল থানায়। অভিযুক্ত ব্যক্তি প্রস্তুতি নিচ্ছিল দ্বিতীয় বিয়ের। যদিও শেষ রক্ষা হল না। শেষ পর্যন্ত স্ত্রীকে খুন করে বাড়ির জমিতে পুঁতে দেওয়ার অভিযোগে কেরালার এক বাসিন্দাকে গ্রেফতার করেছে নজরাক্কল থানার পুলিশ।
অভিযুক্ত ব্যক্তির নাম সঞ্জীব। তাঁর স্ত্রী রামায়ার সঙ্গে প্রায়শই অশান্তি লেগে থাকতো। একদিন তা চরমে উঠতেই রামায়াকে খুন করে সঞ্জীব। পুলিশ সূত্রে খবর, ২০২১ সালের আগস্ট মাস থেকে নিখোঁজ ছিলেন রামাইয়া। দীর্ঘদিন পর ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে নিখোঁজের ডায়েরি করে সঞ্জীব। বাড়ির লোককে বুঝিয়েছিলেন স্ত্রী অন্য কারও সঙ্গে পালিয়ে গিয়েছেন।
অভিযোগ পেয়ে তদন্ত করছিল পুলিশ। প্রায় ছয় মাস পর প্রকাশ্যে আসে রমাইয়া অন্তর্ধান রহস্য। পুলিশ সঞ্জীবের বাড়ির কাছ থেকে দেহাংশ উদ্ধার করে। এরপরই সব তথ্য প্রমাণের ভিত্তিতে গ্রেফতার করা হয় সঞ্জীবকে। ঘটনার তদন্ত জারি রয়েছে