৯ দিনে ৬৬৫ কোটি টাকা আয়? ইসরো (ISRO)-র চন্দ্রযান-৩ মিশনের খরচের বেশি আয় সরকারের, মাত্র ৯ দিনে। মূলত, ওনাম (Onam festival) উপলক্ষ্যেই কেরালা সরকারের এই বুপুল অর্থ আয় হয়েছে। আবার দিল্লিতে গত এক বছরে ৬১ কোটি বোতল মদ বিক্রি হয়েছে। সেই আয়ের অংকও অবাক করা।
চলতি বছর গত ২০ অগস্ট থেকে ৩১ অগস্ট পর্যন্ত ওনম উদযাপিত হয়েছে কেরালায়। আবগারি দফতর সূত্রে খবর, ওনামে মদ বিক্রির জেরে কেরালা সরকারের মোট আয় হয়েছে ৭,২৮৫ কোটি টাকা। উৎসব শুরুর প্রথম ৯ দিনে সরকারের আয় হয়েছে ৬৬৫ কোটি টাকা। যা ইসরোর চন্দ্রযান-৩ মিশনের বরাদ্দকেও পিছনে ফেলে দিয়েছে।
Jaspreet Bumrah: বাবা হওয়ার খবর পেতেই দেশে ফিরলেন বুমরা, খেলবেন না নেপাল ম্যাচ
অন্যদিকে, দিল্লিতেও মদ বিক্রির পরিমাণ বেড়েছে। গত এক বছরে ৬১ বোতল মদ বিক্রি করে দিল্লি সরকারের আয় হয়েছে ৭,২৮৫ কোটি টাকা।