স্ত্রী-কে চড় মেরেছিলেন। ভেবেছিলেন মারা গিয়েছে। সেই দুঃখে নিজেই আত্মহত্যা করলেন ওই যুবক। ঘটনাটি ঘটেছে তিরুবনন্তপূরমের পালোডিতে। মৃত ওই যুবকের নাম প্রিজিথ। বয়স ৩৪ বছর। এবং তাঁর স্ত্রীর নাম সিনসিনা।
কী ঘটেছিল?
জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাতে মদ্যপান করে বাড়ি ফেরেন প্রিজিথ। সেসময় স্ত্রীর সঙ্গে ঝগড়া শুরু হয়। তখনই রাগের মাথায় স্ত্রী সিনসিনাকে চড় মারেন ওই যুবক। সঙ্গে সঙ্গে জ্ঞান হারান সিনসিনা। জল দিলেও জ্ঞান না ফেরায় মৃত্যু হয়েছে বলে ভেবে নেন প্রিজিথ। এরপরেই তিনি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন।
এদিকে এই ঘটনার কিছুক্ষণ পর জ্ঞান ফেরে সিনসিনার। সেসময়ই দেখতে পান ঝুলন্ত অবস্থায় রয়েছেন প্রিজিথ। দ্রুত খবর দেওয়া হয় পুলিশ। তারা ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার।