বিয়ে বড় দায়! বয়স ৩২। বিয়ে হয়নি এখনও। বন্ধুবান্ধব, আত্মীয়স্বজনের কাছে এই নিয়ে বারবার অনুরোধ জানিয়েও কোনও 'লাভ' না হওয়ায় এবার পুলিশের শরণাপন্ন হলেন অনিল জন। কেরলের কোল্লাম জেলার বাসিন্দা পুলিশের কাছে লিখিত আবেদন জানান সংশ্লিষ্ট বিষয়টি নিয়ে। জানা গিয়েছে, অভিভাবকহীন অনিল নিজের জীবনের 'একাকিত্ব' ঘোচানোর জন্যই বিয়ে করতে চান। তাঁর আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব কেউই তাঁর খোঁজ রাখেন না তেমন। তাই নিরূপায় হয়ে অনিল দ্বারস্থ হন স্থানীয় থানার।
পেশায় লটারি ও খবরের কাগজ বিক্রেতা অনিলের এই 'আবেদন'-এর কথা জানতে পেরে রীতিমত থতমত থানার পুলিশ আধিকারিকরা। তাঁরা জানান, প্রাথমিক তদন্ত করে অভিযোগের সত্যতা সম্পর্কে নিশ্চিত হওয়া গিয়েছে। এই বিষয়টি ‘ঘটক’ এবং স্থানীয়দের জানানো ছাড়া তাঁদের আর কিছুই করার নেই।