ট্রেনের কামরায় সহযাত্রীর সঙ্গে বচসা। তা থেকে কটূক্তি-হাতাহাতি। এরপরই রাগের মাথায় সহযাত্রীর গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ কেরলের কোজিকোড়ে। রবিবার রাত সাড়ে ন’টা নাগাদ এই ঘটনায় ঘটনাস্থলেই মারা যান তিন যাত্রী। আরও ন’জন যাত্রী আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন বলে খবর। অভিযুক্তের সন্ধানে নেমেছে পুলিশ।
জানা গিয়েছে, ট্রেনটি এলাথুর রেলস্টেশনে ঢোকার মুখে আলপ্পুজা-কন্নুর এগ্জিকিউটিভ এক্সপ্রেসের যাত্রীদের মধ্যে বচসার সূত্রপাত। বচসা থেকে হাতাহাতি এবং তারপরই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে সেই আগুন গ্রাস করে নেয় গোটা কামরা। ডি১ কোচের এক যাত্রী চেন টেনে কোনওমতে ট্রেন থামানোর তিন যাত্রী লাফ মেরে পালাতে যান বলে খবর। বাকিরা আতঙ্কে অন্য কোচে আশ্রয় নেন। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্য হয় তিন যাত্রীর।