অপারেশন থিয়েটারে হিজাবের বিকল্প পোশাক! এমনই আর্জি করলেন কেরলের ৭ মেডিকেল ছাত্রী। কেরলের তিরুঅনন্তপুরমে সরকারি মেডিকেল কলেজের অধ্যক্ষকে একটি চিঠি লেখেন। সাত মেডিকেল ছাত্রী জানিয়েছেন, ধর্মীয় কারণে তাঁদের মাথা ঢেকে রাখা বাধ্যতামূলক। তাই অপারেশন থিয়েটারে তাঁদের সেই সুযোগ দেওয়া হোক।
অপারেশন থিয়েটারে নির্দিষ্ট পোশাকবিধি মানতে হয়। সেখানেই হিজাবের মতো পোশাক খুলতে হয়। সার্জিক্যাল হুড-এর মত মাথা ঢাকা পোশাক পরার আবেদন করেছেন ওই ছাত্রীরা। পাশাপাশি লম্বা হাতা জ্যাকেট পরেও অপারেশন থিয়েটারে ঢোকার জন্য অনুমতি চাওয়া হয়েছে। অধ্যক্ষকে জানিয়েছেন, অপারেশন থিয়েটারের পোশাকবিধি মানতে হলে তাঁদের ধর্মীয় বিশ্বাসের সঙ্গে আপস করতে হবে।
মেডিকেল কলেজের অধ্যক্ষ জানিয়েছেন, তিনি বিষয়টি খতিয়ে দেখবেন। সংবাদ সংস্থাকে তিনি বলেন, চিকিৎসক ও সংক্রমণ প্রতিরোধ বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলে বিষয়টি চূড়ান্ত করা হবে। এই নিয়ে বিতর্কের অবকাশ নেই। পড়ুয়াদের আর্জির বিষয়টি বিবেচনা করে দেখা হবে।