সন্তানের প্রতি বাবা-মায়ের স্নেহ ও ভালোবাসার নিদর্শন যুগ যুগ ধরেই ছড়িয়ে রয়েছে দুনিয়ায়। তার মধ্যে অনেক নিদর্শনই জায়গা করে নিয়েছে ইতিহাসের পাতায়। সন্তানের মৃত্যুর পর তাঁর স্মৃতিকে বাঁচিয়ে রাখতে তেমনই এক নিদর্শন তৈরি করলেন কেরালার এক বৃদ্ধ দম্পতি। সদ্য সন্তানহারা হয়েছেন কেরলের ওই দম্পতি। ছেলের স্মৃতিকে বাঁচিয়ে রাখতে ত্রিশূরের সেন্ট জোসেফ গির্জায় ছেলের সমাধির পাথরের গায়ে বসালেন কিউআর কোড।
জানা গিয়েছে তাঁদের সন্তান একজন চিকিৎসক ছিলেন। তাঁর নাম আইভিন ফ্রান্সিস। আইভিনের বাবা-মা তাঁর সব কাজের বর্ণনা দিয়ে একটি ওয়েব পেজ ডিজ়াইন করেন। তারপর একটি কিউআর কোডের সঙ্গে সেই পেজটি লিঙ্ক করিয়ে তার সমাধিস্থলে বসানো হয়। ২০২১ সালে ব্যাডমিন্টন খেলতে খেলতেই মৃত্যু হয় আইভিনের।