ভালবাসার দিন! পোশাকি নাম ভ্যালেন্টাইন'স ডে। কিন্তু সমাজে এখনও এমন অনেক প্রেম আছে, যাদের ফোটার আগেই দম বন্ধ করে মেরে ফেলা হয়, নয়তো সে'সব ভালবাসার উদযাপন হয় সারা জীবন লুকিয়ে চুরিয়ে। সে'রকম এক ভালবাসা পরিণতি পেল এই প্রেম দিবসে। কেরালার তিরুবনন্তপুরমের রূপান্তরকামী যুগল শ্যামা এস প্রভা এবং মনু কার্থিকা বিয়ে করলেন। সব আচার, নিয়ম নিষ্ঠা মেনে পরিবার পরিজনের উপস্থিতিতেই চার হাত এক হল।
পাত্র মনু তিরুবনন্তপুরমের একটি আইটি ফার্মে কর্মরত। পাত্রী শ্যামা কেরালার সামাজিক ন্যায় দফতরের ট্রান্সজেন্ডার সেলেই কাজ করেন। রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) বিল, ২০১৯ অনুযায়ী তাদের বিয়ে নথিভুক্ত করানোর পরিকল্পনা রয়েছে তাঁদের।
বিয়ের দিনে মিয়াঁ বিবি দুজনেই উচ্ছ্বসিত। মনুর কথায়, "কত দিন ধরে এই মুহূর্তটার অপেক্ষায় ছিলাম। পরিবার, বন্ধুরা আমাদের সঙ্গে থাকায় খুব খুশি আমরা"।