৭ মাসে ৪২ লিটার স্তন্য দুগ্ধ দান করে রেকর্ড গড়লেন কোয়েম্বাট্যুরের এক তরুণী। ইন্ডিয়া বুক অফ রেকর্ডস-এ নাম উঠেছে সিন্ধু মনিকার।
বিগত দেড় বছর ধরে নিয়মিত কোয়েম্বাট্যুরের একটি জেলা হাসপাতালে স্তন্যদুগ্ধ দান করেছেন মনিকা। এখনও প্রায় ১৪০০ সদ্যোজাতকে সেই দুধ পান করানো হয়েছে। সোশ্যাল মিডিয়া মারফত স্তন্যদুগ্ধ সংরক্ষণের প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন হয়েছিলেন সিন্ধু মনিকা। তিনি নিজে এক দেড় বছরের সন্তানের মা।
২০২১-এর জুলাই মাস থেকে স্তন্যদুগ্ধ দান করা শুরু করেন মনিকা। মনিকার এই উদ্যোগে তিনি পাশে পেয়েছেন তাঁর অধ্যাপক স্বামীকে।