প্রয়াত হলেন কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রবীণ কংগ্রেস নেতা ওমেন চান্ডি৷ তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর৷ তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।
ওমেন চান্ডির জন্ম ১৯৪৩ সালে৷ কেরলের কোট্টায়ামে। কেরলের বিধানসভায় সবচেয়ে বেশি সময়ের জন্য বিধায়ক ছিলেন তিনি। টানা ১১ বার বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছেন ওমেন চান্ডি। প্রথমবার ২৭ বছর বয়সে বিধায়ক হয়েছিলেন। প্রায় ১৯ হাজার দিনের জন্য পুতুপল্লীর বিধায়ক ছিলেন তিনি।
Live in Relationship: লিভইনেও ডিভোর্সের দাবি, কী বলল কেরালা হাইকোর্ট?
শোকবার্তায় বিজয়ন লিখেছেন, একইসঙ্গে বিধানসভায় প্রবেশ করেছিলেন তাঁরা। ওমেন চান্ডিকে বিদায় জানানো তাঁর পক্ষে অত্যন্ত যন্ত্রণার৷ তিনি ছিলেন একজন দক্ষ প্রশাসক। জনগণের জীবনের সঙ্গে মিশে থাকা এক রাজনীতিবিদ।