পুলিশের ঘেরাটোপ ভেঙে পালিয়েছেন অমৃতপাল সিং। পঞ্জাবে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। কেন্দ্রীয় গোয়েন্দা এজেন্সি জানিয়েছে, অমৃতপাল সিংকে মদত দেয় আইএসআই। ওয়ারিস পঞ্জাব দে সংগঠনের প্রধান করে ভারতে আনা হয় তাঁকে।
কেন্দ্রীয় সংস্থার দাবি, এই সংগঠন চালানোর ফান্ডিং করত পাকিস্তান। আইএসআই-য়ে যোগ দেওয়ার আগে দুবাইয়ে ট্রাক ড্রাইভার ছিল অমৃতপাল। সংবাদ সংস্থা পিটিআইকে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা জানিয়েছে, পঞ্জাবে নতুন করে সন্ত্রাস ছড়াতেই অমৃতপালকে আনা হয়েছিল।
গত ১৮ ফেব্রুয়ারি অমৃতপাল ঘনিষ্ঠ লভপ্রীত সিং তুফানকে দাঙ্গা ছড়ানো ও অপহরণের অভিযোগে গ্রেফতার করে পুলিশ। এরপরই তাঁকে ছেড়ে দেওয়ার জন্য থানা ঘেরাও করে 'ওয়ারিস পঞ্জাব দে' সমর্থকরা। জখম হন বেশকয়েকজন পুলিশকর্মী। এরপরই গত ২ মার্চ পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেন। শনিবার তাঁকে গ্রেফতার করার পরেও পুলিশের সামনে থেকেই পালিয়ে যায় অমৃতপাল।