সলমান খানকে খুন করাই জীবনের অন্যতম লক্ষ্য। সম্প্রতি এবিপি নিউজ-কে দেওয়া সাক্ষাৎকারে ফের হুমকি লরেন্স বিষ্ণুইয়ের। কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগ আছে সলমন খানের বিরুদ্ধে। বিষ্ণুই সম্প্রদায়ের কাছে ক্ষমা চাইলে সলমন খানকে মাফ করতে পারেন। সাক্ষাৎকারে জানিয়েছেন লরেন্স।
এবিপি নিউজের সেই সাক্ষাৎকারে লরেন্স জানিয়েছেন, "বিকানিরের মন্দিরের গিয়ে কৃষ্ণসার হরিণ হত্যার জন্য ক্ষমা চাইতে হবে সলমন খানকে। না চাইলে, ওই নিরাপত্তা সরলেই ওকে হত্যা করব।"
লরেন্স বিষ্ণুই সাক্ষাৎকারে জানান, সলমনের খানের ইগো বেশি। রামায়ণের চরিত্র রাবণের অহঙ্কারের সঙ্গে সলমন খানকে তুলনা করেন ওই গ্যাংস্টার।