উদ্বোধন হল নতুন সংসদ ভবনের। পুজোয় সামিল হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্থাপন হয় ঐতিহাসিক স্বর্ণদন্ড 'সেঙ্গোল'। শনিবার রাতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে সেঙ্গোল তুলে দেন তামিলনাড়ুর অধিনমের (Adheenam) সন্তরা। এদিন, শুরুতেই 'সেঙ্গোল'-কে সাষ্ঠাঙ্গে প্রণাম জানান প্রধানমন্ত্রী ।
'সেঙ্গোল' হল রাজদণ্ড। নতুন সংসদ ভবনে লোকসভার স্পিকারের পাশে স্থাপন করা হবে এই স্বর্ণদন্ড। তামিল শব্দ সেম্মাই থেকে এসেছে 'সেঙ্গোল' শব্দটি, যার অর্থ ন্যায়পরায়ণতা। ‘সেঙ্গোল’ এর ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। অমিত শাহ জানান, ব্রিটিশদের হাত থেকে স্বাধীন হওয়ার সময় ক্ষমতা হস্তান্তরের প্রতীক হিসাবে দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর হাতে এই সেঙ্গোল তুলে দেওয়া হয়েছিল। স্বাধীনতার পর থেকে উত্তর প্রদেশের প্রয়াগরাজের মিউজিয়ামে রাখা ছিল সেঙ্গোল। এই রাজদণ্ড তৈরী করেছেন তামিলনাড়ুর স্বর্ণকাররা।