মঙ্গলবার থেকে দেওঘর-কলকাতা (Kolkata-Deoghar flight service) রুটে চালু হচ্ছে ইন্ডিগো-র (Indigo) বিমান পরিষেবা। গত ২৯ জুন ওই রুটে বিমান চালানোর অনুমতি দেয় ডিজিসিএ। ওই রুটে এবার A321 ও B737 বিমান চালবে ইন্ডিগো।
নতুন বিমানবন্দরে বিমান পরিষেবা উদ্বোধনে মঙ্গলবার দেওঘরে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। কেন্দ্রের উড়ান (project Udan) প্রকল্পের আওতায় এই পরিষেবা শুরু করা হল।
আপাতত সপ্তাহে ৪ দিন দেওঘর-কলকাতার বিমান মিলবে। ধীরে ধীরে বিমানের সংখ্য়া বাড়ানো হবে। সংস্থার কর্তা সঞ্জয় কুমার জানিয়েছেন, কলকাতা-দেওঘর আকাশ পথে যেতে সময় লাগবে ১ ঘণ্টা ২৫ মিনিট। এর ফলে খুব সহজেই বৈদ্যনাথ মন্দির, ত্রিকূট পর্বত, নওলাখা মন্দিরে পৌঁছে যেতে পারবেন দর্শনার্থীরা। আগামী ১৪ জুলাই থেকে মঙ্গলবার, বৃহস্পতিবার, শনি ও রবিবার কলকাতা- দেওঘর বিমান চলবে ।
Indraneil Sengupta: এবার সিঙ্গল ফাদার, সঙ্গে ঈশা, পায়েল! আসছে সুদেষ্ণা রায়-অভিজিৎ গুহর নতুন ছবি