কলকাতা থেকে তিব্বত, সরাসরি ট্রেনেই যাওয়া যাবে! স্বপ্ন মনে হলেও, খুব তাড়াতাড়ি এই রেলপথ এবার বাস্তবের রূপ নেবে। ২০২৫ সালের মধ্যে এই রাস্তা খুলে যাবে বলে মনে করা হচ্ছে। গত ২৬ ফেব্রুয়ারি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে সিকিমের রংপো স্টেশনের নির্মাণকাজ উদ্বোধন করেন।
জানা গিয়েছে, প্রথম দফায় বাংলার সেবক থেকে সিকিমের রংপো পর্যন্ত ৪৫ কিলোমিটার রেলপথ চালু হবে। দ্বিতীয় ধাপে রংপো থেকে গ্যাংটক পর্যন্ত রেলপথ সম্প্রসারণ হবে। শেষ পর্যায়ে গ্যাংটক থেকে নাথু লা পর্যন্ত চলবে ভারতীয় রেল। ২০২৫ সালে প্রথমাংশের কাজ শেষ হবে। পুরো প্রকল্পটি ২০২৯ সালের মধ্যে শেষ করার লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে।
জানা গিয়েছে, এই সমগ্র রেলপথে মোট ১৪টি টানেল, ৯টি বড় ব্রিজ ও ১৩টি ছোট ব্রিজ আছে। প্রথম দফার রেলপথে ৪৫ কিলোমিটারের মধ্যে ৪১.৫ কিলোমিটার বাংলার মধ্যে। সেবক, রিয়াং ও তিস্তা বাজার, এই তিনটি স্টেশন বাংলার মধ্যে থাকছে।
এই সমগ্র রেলপথ চালু হলে কলকাতা থেকে তিব্বত সফর সহজ হবে পর্যটকদের। কলকাতা থেকে জলপাইগুড়ি রেলপথে যেতে পারবেন। সেবক থেকে রেলপথে চিন সীমান্ত নাথু লা পর্যন্ত যাওয়া সম্ভব হবে। এরপরই সীমান্ত পেরিয়ে ফের ট্রেনে তিব্বতের কোনও স্থানে চলে যেতে পারেন পর্যটকরা।