শুরু হয়ে গিয়েছে উৎসবের মরশুম। মায়ের বোধনের দিন, ১ অক্টোবর থেকে দেশজুড়ে 5G পরিষেবা চালু। দীর্ঘ প্রতীক্ষার অবসান। ইন্ডিয়ান মোবাইল কংগ্রেসে 5G সার্ভিস শুরু করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
ন্যাশনাল ব্রডব্যান্ড মিশন টুইট করে জানিয়েছে, প্রথম ধাপে দেশের ২২টি শহরে এই পরিষেবা চালু হবে। যার মধ্যে আছে মুম্বই, দিল্লি, কলকাতা, চেন্নাই। তালিকায় আছে পুণে, চণ্ডীগড়, বেঙ্গালুরু, আহমেদাবাদও। খুব তাড়াতাড়ি গ্রাম ও শহরতলিতেও শুরু হবে 5G সার্ভিস।
আগেই 5G স্পেকট্রামের নিলাম শেষ হয়ে গিয়েছে। ৭১ শতাংশ শেয়ার কিনতে খরচ হয়েছে দেড় লক্ষ কোটি টাকা। রিলায়েন্স জিও ও ভারতী এয়ারটেল গোটা দেশে 5G নেটওয়ার্ক শুরু করবে।
কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আগেই জানিয়েছেন, দেশের প্রায় ৮০ শতাংশ জায়গায় তাঁরা এই ৫জি পরিষেবাকে ছড়িয়ে দিতে চান খুব কম সময়ের মধ্যেই। তার কথা ভেবেই এই লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে বলেও খবর। পরিসংখ্যান দিয়ে তাঁর আরও দাবি, অন্যান্য দেশ যেখানে ৪০-৫০ শতাংশ জায়গায় পরিষেবা দিতে বহু বছর লাগিয়েছে। সেখানে ভারত অল্প সময়ের মধ্যেই দেশের ৮০ শতাংশ জায়গায় পরিষেবা দেওয়ার আপ্রাণ চেষ্টা করছে।