ফের মধ্যবিত্তের হেঁশেলে কোপ। আরও মহার্ঘ্য ঘরোয়া LPG গ্যাস সিলিন্ডার (LPG Price Hike)। এই নিয়ে এক মাসে ২ বার দাম বাড়ল রান্নার গ্যাসের। আগে এক ধাক্কায় ৫০ টাকা দাম বেড়েছিল। নতুন দাম হয়েছিল ১০২৬ টাকা। এবার ৩ টাকা বেড়ে সেই দাম দাঁড়াল ১০২৯ টাকা। দাম বেড়েছে বাণিজ্যিক রান্নার গ্যাসেরও (Home Used LPG Cylinder)।
বৃহস্পতিবার জানা গিয়েছে, দেশজুড়ে ফের দাম বাড়ছে রান্নার গ্যাসের। মূল্যবৃদ্ধির বাজারে ফের গ্যাসের দাম বাড়ায় বেশ অস্বস্তিতে আমজনতা। পেট্রল-ডিজেলের দাম বাড়ায় সব জিনিসেরই দাম বাড়ছে। তারমধ্যে গ্যাসের দাম বাড়ায় বেশ অস্বস্তিতে সাধারণ মানুষ।
আরও পড়ুন: ২০১৯ সালে দূষণে দেশে মৃত্যু ঘটেছে সাড়ে ২৩ লক্ষ মানুষের, জানাচ্ছে ল্যানসেট
কেন্দ্রের নীতির জেরেই পেট্রপণ্যের লাগাতার মূল্যবৃদ্ধি হচ্ছে বলে সরব বিরোধীরা। চড়া হারে শুল্ক আদায়ের জেরেই আর্থিক কোপ পড়ছে সাধারণ মানুষের ওপর। এমনটাই অভিযোগ বিরোধী দলগুলির। যদিও কেন্দ্রের দাবি, পেট্রল-ডিজেলের দাম কমাতে রাজ্যগুলিকেই এগিয়ে আসার আবেগন করেছে কেন্দ্র। পেট্রল-ডিজেলের উপরে রাজ্যের করও কমানোর বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।