জোড়াফলায় বিদ্ধ মধ্যবিত্ত। একধাক্কায় অনেকটাই দাম বাড়ল রান্নার গ্যাসের (LPG Domestic Gas Price)। যার জেরে মধ্যবিত্তের হেঁশেলে অনেকটাই চাপ পড়তে চলেছে। ভরতুকিহীন রান্নার গ্যাসের দাম বাড়ল (Gas Price Hike) ৫০ টাকা। একই সঙ্গে নভেম্বর মাসের পর থেকে বাড়ল পেট্রল ডিজেলের দামও (Fuel Price Hike)। সোমবার মধ্যরাত থেকেই কার্যকর হল নতুন দাম।
নতুন বছরে এই প্রথম দাম বাড়ল রান্নার গ্যাসের। ঘরোয়া ১৪.২ কেজি গ্যাস সিলিন্ডারের নয়া দাম দাঁড়াল ৯৭৬ টাকা। বাণিজ্যিক ১৯ কেজির সিলিন্ডারের নতুন দাম ২০৮৭ টাকা। একই সঙ্গে এদিন দাম বাড়ল পেট্রল-ডিজেলেরও। গত বছর নভেম্বর মাসের পর থেকে প্রথম দাম বাড়ল জ্বালানির। লিটার প্রতি পেট্রলের নয়া দাম হল ১০৫ টাকা ৫১ পয়সা। ডিজেলের দাম হল ৯০ টাকা ৬২ পয়সা।
আরও পড়ুন: স্কুলের পোশাকে কেন বিশ্ব বাংলার লোগো, মামলা দায়ের হল আদালতে
এমনিতেই করোনা মহামারীর প্রভাবে আয়ে প্রভাব পড়েছে সমাজের অনেক অংশের মানুষের। এরকম সময় রান্নার গ্যাসের দাম বৃদ্ধি গোঁদের উপর বিষ ফোঁড়ার মতোই। রান্নার গ্যাস ও জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্তে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর মূল্যবৃদ্ধির আশঙ্কাও এড়িয়ে যাওয়া যাচ্ছে না।