ফের বিপাকে স্পাইসজেট (Spicejet Airlines)। কলকাতা থেকে চিনগামী একটি বিমান যান্ত্রিক ত্রুটির কারণে ফিরে আসে দমদম বিমানবন্দরে। ঘটনাটি মঙ্গলবার রাতে ঘটে। বুধবার প্রকাশ্যে আসে খবরটি। মঙ্গলবার দুপুরে পরপর দু’বার দুর্ঘটনার কবলে পড়ে সংস্থার দুটি বিমান।
সূত্রের খবর, স্পাইসজেটের এই চিনগামী বিমানে আবহাওয়ার রেডারে যান্ত্রিক ত্রুটি ধরা পড়েছি। তাই তড়িঘড়ি গন্তব্যপথ থেকে বিমান ঘুরিয়ে ফিরিয়ে আনা হয় কলকাতার দমদম বিমানবন্দরে। তবে ওই বিমানে কোনও যাত্রী ছিলেন না। ভারত থেকে চিনে পণ্য পাঠানো হচ্ছিল ওই কার্গো বিমানে।
আরও পড়ুন: নূপুর শর্মাকে খুনের হুমকি, গ্রেফতার আজমের দরগার খাদিম সলমন চিস্তি
এই নিয়ে গত ২৪ ঘণ্টায় তিনবার যান্ত্রিক সমস্যার মুখোমুখি হল স্পাইসজেট বিমান সংস্থা। মঙ্গলবার স্পাইসজেট বিমান সংস্থার দুটি বিমান মাঝ আকাশে কারিগরি ত্রুটির জেরে সমস্যায় পড়ে। দিল্লি থেকে দুবাইগামী একটি বিমানে জ্বালানি সূচকে ত্রুটি হওয়ায় পাকিস্তানের করাচি বিমানবন্দরে সেটিকে জরুরি অবতরণ করানো হয়। ১১ ঘণ্টার অপেক্ষা শেষে ১৩৮ জন যাত্রীকে ফের ভারতে ফিরিয়ে আনা হয়। মঙ্গলবারই গুজরাত থেকে মহারাষ্ট্রগামী একটি বিমানের উইন্ডশিল্ডে মাঝ আকাশে ফাটল ধরা পড়ে। ঘটনাটি নজরে আসতেই কান্ডলা-মুম্বই বিমানটি জরুরি অবতরণ করে।