১৮ ঊর্ধ্বদের জন্য প্রিকশন ডোজ (Precaution Dose) দেওয়ার কথা ঘোষণা করল কেন্দ্র। রবিবার থেকেই দেশের ১৮ উর্ধ্বদের টিকা পাওয়া যাবে। এতদিন শুধু ফ্রন্টলাইন ওয়ার্কার্স (Frontline Workers) ও স্বাস্থ্যকর্মীদের জন্য চালু ছিল প্রিকশন ডোজ। ষাটোর্ধদেরও দেওয়া হয়েছিল প্রিকশন ডোজ। আগামী ১০ এপ্রিল থেকে ১৮ ঊর্ধ্ব সকলেই বুস্টার ডোজ পাবেন। তবে দ্বিতীয় ডোজ নেওয়ার ৯ মাস পরেই নেওয়া যাবে এই প্রিকশন ডোজ। কোথায় পাওয়া যাবে এই টিকা আর দামই বা কত হবে, জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।
স্বাস্থ্যমন্ত্রকের নির্দেশিকায় জানানো হয়েছে, বর্তমানে শুধুমাত্র বেসরকারি ক্ষেত্রেই কোভিডের প্রিকশন ডোজ দেওয়া হবে। সরকার কবে আনুষ্ঠানিকভাবে প্রিকশন ডোজ দেবে, তা এখনও জানানো হয়নি। আগের মতোই কোউইন অ্য়াপে নথিভুক্ত করেই টিকা পাওয়া যাবে। শুধু তাই নয়, কোভিড টিকার দাম কত হবে, তাও সেভাবে কিছু জানায়নি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। সরকারি ভাবে এখনও কোনও নির্দেশ নেই। তবে সেরাম ইনস্টিটিউট জানিয়েছে, কোভিশিল্ডের প্রিকশন ডোজের দাম ৬০০ টাকা রাখা হয়েছে। কোভ্যাক্সিন ও অন্য সংস্থার টিকার প্রিকশন ডোজের দাম কত হবে, তা এখনও জানা যায়নি।
আরও পড়ুন: রবিবার থেকে শুরু ১৮-৬০ বছরের কোভিড টিকাকরণ, ঘোষণা কেন্দ্রের
শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, "১৮ বছর ও তার উর্ধ্বে যারা দুটি করে কোভিড ডোজ (Second Dose) নিয়েছেন, এবং দ্বিতীয় ডোজ নেওয়ার ৯ মাস হয়ে গিয়েছে, তারাই প্রিকশন ডোজ নেওয়ার উপযুক্ত।" স্বাস্থ্যমন্ত্রক আরও জানিয়েছে, বর্তমানে ষাটোর্ধ্ব ও স্বাস্থ্যকর্মী, ফ্রন্টলাইন ওয়ার্কাসদের যে প্রিকশন ডোজের যে টিকাকরণের শিবির (Free Vaccination Camp) চলছে, তা এর পাশাপাশি চলবে। এবং এই শিবির দ্রুত শেষ করার চেষ্টা করবে সরকার।
এখনও পর্যন্ত ১৫ বছরের উর্ধ্বদের টিকাকরণ প্রক্রিয়ার কাজ ৯৬ শতাংশ শেষ হয়ে গিয়েছে বলে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সূত্রে খবর। ২ কোটি ৪০ লক্ষ ষাটোর্ধ্ব নাগরিক, স্বাস্থ্যকর্মী ও ফ্রন্টলাইন ওয়ার্কার্সরা প্রিকশন ডোজ পেয়েছেন। ১২-১৪ বছরের টিকাকরণে অন্তত প্রথম ডোজ পেয়েছে ৪৫ শতাংশ নাগরিক।