ফের রক্ত ঝরল উপত্যকায় (Jammu & Kashmir)। কুলগাম জেলার এক অ-কাশ্মীরি ব্যাঙ্ক ম্যানেজারকে হত্যা করা হল বৃহস্পতিবার। এই হত্যার সিসিটিভি ফুটেজও (CCTV footage) ইতিমধ্যেই সামনে এসেছে। বিজয় কুমার নামের ওই ব্যাঙ্ক ম্যানেজার আদতে রাজস্থানের (Rajsthan) বাসিন্দা। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, ব্যাঙ্কের মূল দরজা দিয়ে হন্তদন্ত হয়ে বেরিয়ে যাচ্ছে অভিযুক্ত। তারপরই তাকে ফের ব্যাঙ্কে ঢুকে পড়তে দেখা যায়। ব্যাঙ্কে ফের প্রবেশ করেই ওই দুষ্কৃতি এলোপাথাড়ি গুলি (Bank manager shot dead in Kashmir) ছুঁড়তে আরম্ভ করে বিজয় কুমারকে লক্ষ করে।
সম্প্রতি, জম্মু-কাশ্মীরে যে একের পর এক হত্যার ঘটনা ঘটেছে, তাদের মধ্যে এটি সাম্প্রতিকতম।
আরও পড়ুন: 'অর্জুন সিংকে দল বাড়াতে আনা হয়েছিল, পালিয়ে গেলেন', কটাক্ষ দিলীপ ঘোষের
মঙ্গলবার রেণুবালা নামের সাম্বার এক স্কুল শিক্ষিকাকে হত্যা করা হয় কর্মস্থলে যাওয়ার পথে। ওই ঘটনাও ঘটেছিল কুলগাম (Kulgam) জেলাতেই। গত ২৫ মে, কাশ্মীরের এক টিভি অভিনেত্রী আমরিন ভাটকেও তাঁর বাসভবনে একাধিকবার গুলি করে হত্যা করা হয়।
পুলিশ রিপোর্ট অনুযায়ী, এখনও পর্যন্ত চলতি বছরের মোট ১৭'টি উদ্দেশ্যপ্রণোদিত হত্যার ঘটনা ঘটেছে কাশ্মীরে।