লাদাখে (Ladakh) মর্মান্তিক দুর্ঘটনার কবলে ভারতীয় সেনা (Indian Army)। লাদাখের শায়ক নদীতে পড়ে যায় সেনাকর্মীদের একটি গাড়ি। অনন্ত ৭ সেনাকর্মীর মৃত্যু হয়েছে বলে খবর। দুর্ঘটনাটি ঘটেছে লাদাখের তুরতুক সেক্টরে। জখমদের উদ্ধার করেছে ভারতীয় বায়ুসেনা (Indian Army)।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ২৬ জন সেনাকর্মী ছিলেন ওই গাড়িতে। ট্রানসিট ক্যাম্প থেকে সাব-সেক্টর হানিফের একটি ফরোয়ার্ড সেন্টারে গাড়িটি যাচ্ছিল। শুক্রবার সকাল ৯টা নাগাদ থোইসা থেকে ২৫ কিলোমিটার দূরে সেনাবাহিনীর ওই গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়।
আরও পড়ুন: আরিয়ানের কাছে মাদক ছিল না, এনসিবির তদন্তে খালাস শাহরুখ তনয়
সেনাকর্মীদের উদ্ধার করে ৪০৩ নম্বর ফিল্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। লেহ থেকে একটি চিকিৎসকের দল ওই হাসপাতালে গিয়েছে। আহতদের সুস্থ করার চেষ্টা চলছে। সেনার পক্ষ থেকে জানানো হয়েছে, অনেকেই মারাত্মকভাবে জখম হয়েছে। যারা আশঙ্কাজনক অবস্থায় আছেন, তাঁদের বায়ুসেনার সাহায্যে ওয়েস্টার্ন কম্যান্ডে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে।