অসময়ের তুষারপাত এবং ভারী বৃষ্টিতে লাদাখের বিস্তীর্ণ অঞ্চল ক্ষতিগ্রস্ত। লাল সতর্কতা জারি করা হয়েছে। লাগাতার ভারী বৃষ্টিতে ভূমিধসের ঘটনা ঘটেছে। লামায়ুরুর লেহ-কার্গিল -শ্রীনগর জাতীয় সড়কেও ভূমিধস দেখা দিয়েছে। বন্ধ রাখতে হয়েছে জাতীয় সড়ক। হিমাচল প্রদেশের বিভিন্ন জেলায় অতি ভারী বৃষ্টিতেও এখনও পর্যন্ত ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।
আবহাওয়া দফতর সূত্রে খবর, লেহ এবং কার্গিলে অসময়ে তুষারপাত হয়েছে। তুষারের চাদরে ঢেকে গিয়েছে বিস্তীর্ন এলাকা। পাশাপাশি রবিবার বিকেল -সন্ধ্যা পর্যন্ত বৃষ্টি এবং তুষারপাত অব্যাহত রাখার পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন।