সময়টা একুশ শতক হলেও এখনও প্রেমের প্রথম প্রস্তাব দেওয়ার প্রবণতা ছেলেদেরই বেশি। মেয়েরা হবে লাজুক, প্রস্তাবে হ্যাঁ বা নাটুকু বলবে, এ একরকম অলিখিত ট্রেন্ড এই সমাজের। সেখানেই ছক ভাঙলেন এক তরুণী। সোজা আংটি নিয়ে হাঁটু গেড়ে বসে পড়লেন স্বামীর সামনে, তাও আবার মন্দিরে। আবার যে সে মন্দিরেও নয়, খাস কেদারনাথে। সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
যদিও ভিডিয়োর সত্যতা যাচাই করেনি এডিটরজি বাংলা। ভিডিয়োতে স্পষ্টই দেখা যাচ্ছে, কেদারনাথ মন্দিরে প্রণাম করছিলেন এক যুগল, পরনে তাঁদের রং মিলন্তি পোশাক, আচমকা পেছন থেকে কেউ তরুণীর হাতে এনে দিলেন আংটির বাক্স, অমনি আংটি নিয়েই প্রেমিকের সামনে নতজানু তাঁর প্রেমিকা। প্রেমিক- তো যারপরনাই অবাক, তবে প্রেমের প্রস্তাব পেয়ে জড়িয়ে ধরলেন প্রেমিকাকে। মুখে কিছু না বললেও ওই আবেগটুকুই বলে দেয় প্রস্তাবে রাজি তিনি।
ভিডিয়োটি দেখে অবশ্য নেটিজেনদের মিশ্র প্রতিক্রিয়া, কেউ বলছেন, মন্দির চত্বরে স্মার্ট ফোন ব্যবহারের অনুমতিই দেওয়া উচিত নয়। আবার কেউ বলছেন, জীবনের বিশেষ মুহূর্ত মুঠোফোনে বন্দি করা মোটেও দোষের নয়।