লখিমপুর কাণ্ডে পুলিশের চার্জশিটে প্রধান অভিযুক্ত কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অজয় মিশ্রের (Ajay Mishra) ছেলে আশিস মিশ্রকে (Ashish Mishra) দোষী সাব্যস্ত করল SIT। উত্তরপ্রদেশের এক আদালতে সোমবার ৫০০০ পাতার চার্জশিট জমা দিয়েছে SIT। কৃষক খুনের মামলায় ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে আশিস মিশ্রকে।
কিছুদিন আগে স্থানীয় আদালতের কাছে প্রধান অভিযুক্ত আশিস মিশ্র ও ১২ জন অভিযুক্তের বিরুদ্ধে খুনের চেষ্টার ধারা যোগ করার অনুরোধ করে SIT। স্থানীয় আদালতকে তারা জানায়, কৃষক ও সাংবাদিক খুনের ঘটনা পরিকল্পিত ষড়যন্ত্র ছিল। খুন করার চেষ্টা করা হয়েছিল। এটি অসাবধানতায় মৃত্যুর ঘটনা নয় ।
গত ৩ অক্টোবর লখিমপুরে চারজন কৃষক ও একজন সাংবাদিক গাড়িচাপা পড়েন। অভিযোগ এসইউভি গাড়িটি চালাচ্ছিলেন আশিস মিশ্রা। ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। ২ বিজেপি কর্মী সহ মৃত্যু হয় মোট তিনজনের। কৃষকদের ওপর ফুল স্পিডে গাড়ি চালানোর একটি একটি ভিডিয়ো সামনে আসে।
আরও পড়ুন: উদ্বেগজনক দেশের কোভিড গ্রাফ, আক্রান্তের নিরিখে দ্বিতীয় স্থানেই পশ্চিমবঙ্গ
কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র টেনির ছেলে আশিস মিশ্র। এই ঘটনা নিয়ে বারবার বিরোধীদের আক্রমণের মুখে পড়ে বিজেপি।