আজ জগন্নাথ দেবের স্নানযাত্রার পুণ্য তিথি। সকাল থেকেই পুরীর মন্দিরে ভক্ত সমাগম। লাখো লাখো ভক্তরা জগন্নাথ ধামে মেতেছেন উৎসবে। প্রতিবছর রথের আগে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে শ্রীজগন্নাথদেবের স্নানযাত্রা পালিত হয় । গানে প্রার্থনায় ১০৮টি সোনার কলসের জলে স্নান করানো হয় জগন্নাথ, বলরাম , সুভদ্রার বিগ্রহ। শাস্ত্র মতে, এই দিনেই আবির্ভূত হয়েছিলেন জগন্নাথ দেব। কথিত আছে, যদি কেউ ভক্তিসহকারে একবার স্নানযাত্রা মহোৎসব দর্শন করেন তাঁর পাপ ধুয়ে যায়। প্রচলিত রীতি অনুযায়ী মনে করা হয়, এরপর জ্বর আসে তিন ভাইবোনের। এরপর দিন ১৫ বন্ধ থাকে মন্দির।
স্নানযাত্রার পূর্বে জগন্নাথ বলরাম সুভদ্রা দেবী কে রেশমি কাপড় দিয়ে আবৃত করা হয়। বলা হয়, রথযাত্রা পর্যন্ত বিশ্রাম নেওয়ার পর আবার তিন বিগ্রহকে সাজিয়ে মন্দির খুলে দেওয়া হয় দর্শনার্থীদের জন্য।