করোনায় (Covid) আক্রান্ত হয়েছেন আইপিএলের প্রাক্তন চেয়ারম্যান ললিত মোদী (Lalait Modi)। গত সপ্তাহে তিনি করোনা পজিটিভ হন। করোনার সঙ্গে রয়েছে নিউমোনিয়া এবং ইনফ্লুয়েঞ্জা। ফলে, ২৪ ঘন্টাই তাঁকে অক্সিজেন সাপোর্টে থাকতে হচ্ছে।
সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় নিজের শারীরিক অবস্থার কথা জানিয়েছেন সুস্মিতার 'বন্ধু' মোদী। জানিয়েছেন, গত তিন সপ্তাহ ধরে জোড়া করোনার ধাক্কা সামলেছেন তিনি। দুই সপ্তাহ ধরে ইনফ্লুয়েঞ্জা আর নিউমোনিয়া তাঁকে কাবু করেছে। ছেলের চেষ্টায় এয়ার অ্যাম্বুল্যান্সে লন্ডন পৌঁছাতে পেরেছেন তিনি। অক্সিজেনের সাপোর্টে থাকতে হচ্ছে।'
আরও পড়ুন- 'আমি না ,বৃদ্ধা সহযাত্রীই বিমানে প্রস্রাব করেছিলেন', আদালতে উল্টো সুর শঙ্কর মিশ্রর
আরও একটি পোস্ট করে চিকিৎসকদের ধন্যবাদ জানিয়েছেন মোদী। তাঁর কথায়, খুব ভালো চিকিৎসা হয়েছে তাঁর। মেক্সিকো এবং লন্ডনের দুই চিকিৎসকের সঙ্গে একটি ছবিও শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়।