পশুখাদ্য কেলেঙ্কারি(Fodder Scam) যেন পিছু ছাড়ছে না বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদবের(Lalu Prasad Yadav)। এবার পঞ্চম পশুখাদ্য কেলেঙ্কারি(Fodder Scam) মামলাতেও আরজেডি(RJD) প্রধানকে দোষী সাব্যস্ত করল সিবিআইয়ের(CBI) বিশেষ আদালত। ডোরান্ডা কোষাগার(Doranda Treasury) থেকে ১৩৯ কোটি টাকারও বেশি তছরুপের অভিযোগে লালুকে দোষী সাব্যস্ত করেছে আদালত(Court)।
লালুপ্রসাদ যাদবের(Lalu Prasad Yadav) বিরুদ্ধে পাঁচটি পশুখাদ্য জালিয়াতি মামলাতে(Fodder Scam) একাধিক অভিযোগ আনা হয়। মঙ্গলবার পঞ্চম মামলার শুনানির জন্য আদালতে যান আরজেডি প্রধান। শুনানি শেষে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে(Lalu Prasad Yadav) দোষী সাব্যস্ত করে রায় দেন বিচারপতি সি কে শশী।
আরও পড়ুন- Dawood Ibrahim: দাউদের আর্থিক তছরুপের ঘটনায় মুম্বইতে জোর তল্লাশি ইডির, নজরে এক প্রভাবশালী রাজনীতিক
সিবিআইয়ের(CBI) এক কৌঁসুলি জানিয়েছেন, আগামী ১৮ ফেব্রুয়ারি পশুখাদ্য মামলায়(Fodder Sacm) দোষী আরজেডি(Rashtriya Janata Dal) প্রধান লালুপ্রসাদ যাদবের(Lalu Prasad Yadav) শাস্তির মেয়াদ ঘোষণা করা হবে। এর আগেও ২০১৩ এবং ২০১৭ সালে অন্য দুটি পশুখাদ্য মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর লালুপ্রসাদ যাদবকে(Lalu Prasad Yadav) জেলে পাঠানো হয়। মোট ১৪ বছরের কারাবাস এবং ৬০ লক্ষ টাকা জরিমানা করা হয় বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে(Lalu Prasad Yadav)।
এই ঘটনায় মোট ১৭০ জন অভিযুক্তের তালিকা দেওয়া হয়েছিল। তবে ইতিমধ্যেই এই তালিকায় থাকা ৫৫ জন মারা গিয়েছেন। অভিযুক্তদের মধ্যে ৭ জন রাজসাক্ষী হতে রাজি হন। দুই অভিযুক্ত জালিয়াতি(Fodder Scam) স্বীকার করেন এবং বাকি ৬ জন এখনও পলাতক।