অধীর চৌধুরীর মতো হেভিওয়েটকে হারিয়ে সাংসদ হওয়ার কিছুদিন পরেই বিতর্কে জড়ালেন ইউসুফ পাঠান৷ গুজরাটের ভাদোদরা পুরসভার তরফে বহরমপুরের তৃণমূল সাংসদকে জমি দখলের অভিযোগে নোটিস দেওয়া হয়েছে। অভিযোগ, সরকারি জমি জবরদখল করেছেন পাঠান৷
ভদোদরা পুরসভা বিজেপির দখলে। গত ৬ জুন তারা নোটিশ পাঠিয়েছে ইউসুফ পাঠানকে। প্রাক্তন বিজেপি কর্পোরেটর বিজয় পওয়ার বিষয়টি সামনে এনেছেন। বৃহস্পতিবার ভাদোদরা মিউনিসিপ্যাল কর্পোরেশন (ভিএমসি)-র স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান শীতল মিস্ত্রি জানিয়েছেন, ইউসুফকে নোটিশ পাঠানো হয়েছে।
বিজেপি নেতা বিজয় জানান, ২০১২ সালে তানাদালজা এলাকার একটি জমি কেনেন ইউসুফ পাঠান। তার লাগোয়া যে জমিটি পুরসভার। সেটিি কিনতে চান ইউসুফ। প্রতি স্কোয়ার মিটারে ৫৭ হাজার টাকা দাম দিতে চান। প্রথমে অরাজি হলেও পরে জমিটি বিক্রি করতে রাজি হয় পুরসভা। কিন্তু রাজ্য সরকারের আপত্তিতে বিষয়টি ভেস্তে যায়।
অভিযোগ, জোরপূর্বক ওই জমি দখল করেছেন পাঠান৷ জমিতে পাঁচিল তুলেছেন। পুরসভা জানিয়েছে, কয়েক সপ্তাহের মধ্যে ইউসুফ পাঁচিল না ভাঙলে কড়া পদক্ষেপ করা হবে।