রান্নার গ্যাসে আধার সংক্রান্ত তথ্য যাচাইয়ের শেষ দিন ৩১ মার্চ। কেন্দ্রীয় তেল মন্ত্রকের পক্ষ থেকে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলিকে বলা হয়েছে, ৩১ মার্চের মধ্যেই রান্নার গ্যাসের ভর্তুকিযোগ্য সংযোগে (উজ্জ্বলা এবং সাধারণ) গ্রাহকদের আধারের বায়োমেট্রিক তথ্য অর্থাৎ আঙুলের ছাপ, চোখের মণি বা মুখের ছবি ইত্যাদি যাচাই করতে হবে।
তবে এই নিয়ে রীতিমতো ধন্দ রয়েছে। ৩১ মার্চের মধ্যে যাঁদের যাচাই পক্রিয়া শেষ হবে না, তাঁদের গ্যাস পেতে বা ভর্তুকি পেতে সমস্যা হবে কি?তেল সংস্থাগুলির সূতৃরে জানা গিয়েছে, ভর্তুকি বন্ধ হওয়া বা সংযোগ সাময়িক বিচ্ছিন্ন হওয়ার বার্তা কেন্দ্রের নির্দেশে নেই।
Abhishek Banerjee: মমতা কী দিয়েছেন, কী দেননি মোদী, বাড়ি বাড়ি গিয়ে বোঝাতে বললেন অভিষেক
ভর্তুকির ভুয়ো সংযোগ চিহ্নিত করে সরকারি অর্থের অপচয় রুখতেই যাচাইয়ের কাজ করতে চায় কমিশন। সূত্র মারফত জানা গিয়েছে, এখনও পর্যন্ত বিভিন্ন সংস্থার গড়ে ৫০-৭০ শতাংশ পর্যন্ত গ্রাহকের আধার পরীক্ষা হয়েছে।