Lata Mangeshkar Cremation : মুম্বইয়ের গাঢ় সন্ধ্যায় মিলিয়ে গেল ইতিহাস, শিবাজী পার্কে শেষ বিদায় লতাকে

Updated : Feb 06, 2022 20:20
|
Editorji News Desk

একটা মৃত্যু। কিন্তু মিলিয়ে দিল অনেকজনকে। রবিবাসরীয় বিকেলে মুম্বইয়ের শিবাজী পার্ক (Mumbai Shibaji Park) সেই ছবির সাক্ষী হয়ে থাকল। মাঠের মাঝখানে শায়িত ভারতরত্ন লতা মঙ্গেশকরের দেহ (Lata Mangeshkar Funeral) । আর তাঁর পাশে কোথায় মিলে গেলেন উদ্ধব ঠাকরে-রাজ ঠাকরে (Uddhav Thackeray- Raj Thackeray) । তাঁদের ঠিক একটু দূরে বসে রইলেন শরদ পাওয়ার (Sharad Pawar) । আবার কোথাও উষা-মীনার মাঝে বসে চোখের জল আটকাতে পারছিলেন না আশা ভোঁশলে (Asha Bhosle )। 

আসলে লতার মৃত্যুতে সবাই আজ শোক বিহ্বল। তাই ভোটপ্রচারের হাজারো কাজ ফেলে একবার তাঁর প্রিয় দিদিকে দেখতে কয়েক মিনিটের জন্য শিবাজী পার্কে ছুটে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রথমে প্রণাম, তারপর শায়িত লতার দেহকে প্রদক্ষিণ করে ছুটে গেলেন পরিবারকে সমবেদনা জানাতে। মা বলতেন লতা মঙ্গেশকরকে। সেই ছেলে সচিন এলে স্ত্রী অঞ্জলিকে নিয়ে। আর বলিউড....

কে ছিল, আর কে ছিল না, সেই তালিকা এদিনের শিবাজী পার্কে শেষ করা বড়ই কঠিন।তবুও, মাঠে এসে লতাকে শেষ শ্রদ্ধা নিবেদন করলেন শাহরুখ খান।  এছাড়াও ছিলেন শঙ্কর মহাদেবন, মধুর ভাণ্ডারকরের মতো বলিউডের তারকারা। আর ছিল আপামর জনতা। মুম্বইয়ে বিভিন্ন কোণ থেকে এসে তাঁর জড়ো হয়েছিলেন ভারতের কোকিল কণ্ঠিতে একবার শেষ দেখা দেখতে। 

সেনার শকটেই পেডার রোডের প্রভুকুঞ্জ থেকে শুরু হয়েছিল লতার শেষযাত্রা। জাতীয় পতাকায় মোড়া ছিল তাঁর দেহ। এই প্রক্রিয়া যখন শেষ হল, তখন মুম্বইয়ে গোধুলি গড়িয়ে সন্ধ্যে নেমে গিয়েছে। পুলিশের বিউগিলে বেজে উঠল তাঁর বিদায় বেলার করুণ সুর। এবার তো যাওয়ার পালা। গত সাত দশকের বেশি সময় ভারতীয় সিনেমাকে সেবা করেছেন তিনি। তাই বিদায় বেলাতেও কিছু রেখে গেলেন....

মেরি আওয়াজ হি পেহেচান হ্য়ায়..... সত্যি, তাঁর আওয়াজই ১৩০ কোটি ভারতীয় কাছে পরিচয় হয়ে থাকবে। 

সেলাম লতা মঙ্গেশকর। কত রঙিন মুম্বই সন্ধ্যা। কিন্তু এদিন যেন শুধু গাঢ়। সেই রঙেই মিশে গেল একটা যুগ। শেষ হয়ে গেল ভারতীয় সিনেমার একটা মহাকাব্য। 

Narendra ModimumbaiSachin TendulkarSharukh KhanLata Mangeshkar Death

Recommended For You

editorji | ভারত

Mamata Banerjee : আম্বেদকর নিয়ে শাহের ফ্যাশন মন্তব্য, তীব্র কটাক্ষ তৃণমূল নেত্রীর, পাল্টা জবাব মোদীর

editorji | ভারত

One Nation One Vote : কেমন হবে ভোট দানের চরিত্র, সিদ্ধান্ত এবার JPC-র কোর্টে

editorji | ভারত

ABHA Card: স্বাস্থ্য পরিষেবা নিয়ে এবার বিশেষ অ্যাকাউন্ট, লিঙ্ক করতে হবে আধার

editorji | ভারত

Fake International Call: আন্তর্জাতিক নম্বর থেকে ভুয়ো কল! হোয়াটসঅ্যাপে স্প্যাম থেকে বাঁচতে কী করবেন

editorji | ভারত

Abhishek Banerjee : নেত্রী মমতাকে ইন্ডিয়া জোটে চান অভিষেক, নির্বাচন নিয়ে কটাক্ষ কেন্দ্রকে