জমি আন্দোলন ঘিরে ধুন্ধুমার বিহারের বক্সার। মঙ্গলবার শীতের রাতে কৃষকদের বাড়িতে ঢুকে মারধরের অভিযোগ উঠেছে বিহারের পুলিশের বিরুদ্ধে।
বুধবার সকালে পুলিশের গাড়িতে আগুন লাগিয়ে দেন আন্দোলনকারী কৃষকরা। এরপরই অশান্ত হয়ে ওঠে এলাকা। বিদ্যুতের প্ল্যান্টেও ভাঙচুর চালান আন্দোলনকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় বিশাল পুলিশ বাহিনী।
আরও পড়ুন: বিমানবন্দরে প্রকাশ্যে প্রস্রাব , দিল্লিতে গ্রেফতার ১ মত্ত ব্যক্তি
গত ২ মাস ধরে বিহার সরকারের চৌসা বিদ্যুৎ প্ল্যান্ট তৈরি নিয়ে বক্সারে আন্দোলন করছেন কৃষকরা। তাঁদের অভিযোগ, যে জমি সরকার অধিগ্রহণ করেছে, তার ন্যায্য মূল্য দেওয়া হয়নি তাঁদের। তাঁরা শান্তিপূর্ণ আন্দোলন করছে। কিন্তু পুলিশ দিয়ে আন্দোলন স্তব্ধ করে দিতে চাইছে সরকার। মঙ্গলবার কৃষক পরিবারের সদস্যদের লাঠিপেটার অভিযোগ উঠেছে।