জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচনে চারটি পদেই জয়ী বামেরা। ৪ বছর পর বিশ্ববিদ্যালয়ের নির্বাচন আয়োজিত হয়। গত শুক্রবার নির্বাচন ছিল। রবিবার গণনায় দেখা যায় এবিভিপি-কে টেক্কা দিয়ে চারটি পদে অনেকটাই এগিয়ে বামেরা।
প্রেসিডেন্ট পদে বামেদের প্রার্থী ছিলেন ধনঞ্জয়। এবিভিপির প্রার্থী উমেশচন্দ্র আজমিরাকে হারান তিনি। সহ সভাপতি পদে জয়ী হয়েছেন বাম প্রার্থী অভিজিৎ ঘোষ। সাধারণ সম্পাদক পদে বাম মনোনীত প্রার্থী প্রিয়াংশী আর্য জয়ী হন। যুগ্ম সম্পাদক পদে জয়ী বামেদের প্রার্থী মহম্মদ সাজিদ।