ওরা দু'জন দু'জনকে ভালবেসেছিলেন, আর ৫ জন যেমন বাসেন, একসঙ্গে থাকতে চাইলে, বিয়ে করতে চাইলে সামনে এসে দাঁড়াল বাধার পাহাড়। কারণ, ওদের যৌন পরিচয়। সব বাধা পেরিয়ে শেষমেশ চারহাত এক হল বাংলার রাখি দাস এবং জয়শ্রী রাহুলের।
তবে বাংলায় নয়, ওদের বিয়ে সম্পন্ন হয়েছে উত্তরপ্রদেশে। কর্মসূত্রে দুজনেই থাকেন উত্তরপ্রদেশে। ২৬ বছরের জয়শ্রী এবং ২৩ এর রাখি কাজ করতেন একটি বাজনার দলে। পরিচয় পেরিয়ে প্রণয়, সেখান থেকেই বিয়ের সিদ্ধান্ত। তবে গোলাপে বিছনো পথ ছিল না সামনে। প্রথমে দেওরিয়া জেলার দীগগেশ্বরনাথ মন্দিরে বিয়ে করতে গেলে পুরোহিত তাঁদের বিয়ে দিতে রাজি হননি। জানিয়েছিল জেলাশাসকের অনুমতি লাগবে।
পরে অবশ্য নটারি করে ভাগাদা ভবানী মন্দিরে গিয়ে পুরোহিতের উপস্থিতিতেই মালাবদল সেরেছেন ওই সমকামী যুগল। আগামীর পথ যে পুরোটাই মসৃণ হবে না, জানেন নবদম্পতি। তবে লড়াইটা হাতে হাত রেখে লড়তে প্রস্তুত দুজনেই।
প্রসঙ্গত, দেশে সমকামী সম্পর্ককে মান্যতা দিলেও সুপ্রিম কোর্ট সম্প্রতি জানিয়েছে, সমকামী বিয়েকে স্বীকৃতি দেওয়ার এক্তিয়ার শীর্ষ আদালতের কাছে নেই।