রেশন (Ration shop) দোকান থেকেই এবার পাওয়া যাবে এলপিজির সিলিন্ডার (LPG cylinder)। সম্প্রতি কেন্দ্রের তরফে এমনই জানানো হয়েছে। দেশের রেশন ডিলারদের কাছেও সংশ্লিষ্ট বিষয়ে বার্তা চলে গিয়েছে।
কেন্দ্রীয় সরকারের (Central government) খাদ্য ও বন্টন মন্ত্রক সিদ্ধান্ত নিয়েছে যে, রেশন দোকানে পাঁচ কেজির রান্নার গ্যাসের এলপিজি সিলিন্ডার দেওয়া হবে। এর ফলে, রান্নার গ্যাস পাওয়া নিয়ে যে অভিযোগগুলি ওঠে, তা অনেকটাই কমে যাবে বলে মনে করা হচ্ছে।
রেশন দোকানগুলিকেও ‘কমন সার্ভিস সেন্টার’ (Common Service Centre) হিসেবে চালু করা হবে। যার ফলে রান্নার গ্যাসের সঙ্গেই অন্যন্য প্রয়োজনীয় জিনিসও পাওয়া যাবে রেশন দোকান থেকেই। এছাড়া, রেশন দোকান থেকে মোবাইল ও বিদ্যুতের বিল দেওয়ার সুযোগও থাকবে। রেশন দোকান থেকেই কাটা যাবে ট্রেন ও বিমানের টিকিটও। এর সঙ্গেই, রেশন দোকানেই তৈরি করা যাবে ভোটার এবং আধার কার্ডও।