১৭৭.৪৫ কোটি টাকা !
নজির মনে হয় একেই বলে। তাও এই টাকা উদ্ধার হয়েছে এখনও পর্যন্ত। গত শুক্রবার থেকে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) কানপুরে (Kanpur) সুগন্ধী দ্রব্যের (Perfume Company) ব্যবসায়ী পীযূষ জৈনের বাড়িতে হানা দিয়ে শনিবার মধ্যরাত পর্যন্ত এই পরিমাণ টাকা উদ্ধার করতে পেরেছেন আয়কর কর্তারা (Income Tax)। তল্লাশি এখনও চলছে। কারণ, আয়কর কর্তারা এখনও নিশ্চিত নন, বাড়ির কোন চোরা গলিতে ঘাপটি মেরে লুকিয়ে রাখা আছে টাকা। যদিও পীযূষ জৈন নামের ওই ব্যবসায়ীকে এখনও গ্রেফতার করা যায়নি।
ইতিহাস ঘেঁটে কেন্দ্রীয় আয়কর দফতরের দাবি, সাম্প্রতিক-অতীত তো দূরঅস্ত, অতীতেও কোনও ব্যক্তির কাছ থেকে এত টাকা তারা উদ্ধার করতে পারেনি।
উত্তরপ্রদেশের কানপুর ছাড়া, কনৌজ এবং মুম্বইয়ে এই ব্যবসায়ীর দফতরে তল্লাশি চালানো হয়েছে।
কর ফাঁকি দেওয়ার অভিযোগে, পীযূষের বাড়ি এবং বিভিন্ন সংস্থায় আয়কর বিভাগের আধিকারিকেরা প্রথমে হানা দেন। ওই ব্যবসায়ীর বিরুদ্ধে ভুয়ো ইনভয়েস দিয়ে জিনিস পাঠানো, ই-ওয়ে বিল ছাড়া জিনিস পাঠানোর অভিযোগ উঠেছিল। ভুয়ো সংস্থার নামেও ইনভয়েস তৈরি করার অভিযোগ ছিল। ৫০ হাজার টাকার ২০০টি এমন ভুয়ো ইনভয়েস পাওয়া গিয়েছে বলে অভিযোগ পীযূষের সংস্থার বিরুদ্ধে। সুগন্ধী দ্রব্যের ব্যবসা ছাড়াও পানমশলা, কোল্ড স্টোর, পেট্রল পাম্পেরও ব্যবসা রয়েছে। আয়কর বিভাগের আধিকারিকেরা প্রথমে আনন্দপুরীত পীযূষের বাড়িতে তল্লাশি চালান। সেখানেই উদ্ধার হয় ১৫০ কোটির নোট। তিনটি টাকা গোনার মেশিন এনে গভীর রাত পর্যন্ত চলে টাকা গোনার কাজ।