নিট (Neet0 পরীক্ষার কাউন্সিলিং-এর দাবিতে সোমবার দিল্লিতে (Delhi) প্রতিবাদ মিছিল করেন চিকিৎসকরা (Doctors)। এই মিছিলের উপর হামলা চালিয়েছে পুলিশ, অভিযোগে ফের রাস্তায় নামে রেসিডেন্সিয়াল চিকিৎসকরা। প্রায় চার হাজার চিকিৎসক সোমবার মধ্যরাতে সরোজিনী থানা ঘেরাও করেন।
সেই প্রতিবাদে দিল্লি পাশে দাঁড়াল কলকাতাও (Kolkata)। জুনিয়র চিকিৎসকদের (Junior Doctors) আন্দোলনের সমর্থনে রাজ্যের একাধিক হাসপাতাল থেকে বিক্ষোভ ও ধর্নার খবর পাওয়া গিয়েছে। কলকাতা মেডিক্যাল কলেজ (Kolkata Medical Colalge), এনআরএস (Nrs Hospital) হাসাপাতাও বিক্ষোভ দেখানো হয়। দিল্লির চিকিৎসকদের সমর্থনে বিক্ষোভ দেখান উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজহাসপাতালের জুনিয়র চিকিৎসকরাও।
দিল্লির পাশে দাঁড়িয়ে বিক্ষোভ দেখালেও রাজ্যের চিকিৎসকদের দাবি, এই প্রতিবাদ জরুরি পরিষেবার কাজ কোনও ভাবেই আটকে যায়নি। তবে খানিকটা থমকেছে
হাসপাতালের রোজের কাজ। বাংলার চিকিৎসকদেরও দাবি, হাসপাতালে চিকিৎসকের অভাব সত্ত্বেও তাঁরা কোভিডের সময়ও কাজ করেছেন। কিন্তু এই অভাব পূরণ করতে অবিলম্বে নিট পরীক্ষার কাউন্সিলিং করতে হবে।