অখিলেশের অনুরোধে মান্যতা।
উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বিধানসভা ভোটে (Assembly Election) সমাজবাদী পার্টির (Samajwadi Party) হয়ে ভারর্প্রচুাল প্রচার করবেন তৃণমূল
কংগ্রেস নেত্রী (Tmc) মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার কালীঘাটে (Kalighat) তৃণমূল সুপ্রিমোর সঙ্গে বৈঠকের পর এই দাবি করেন
অখিলেশের দূত ও রাজ্যের প্রাক্তনমন্ত্রী কিরণময় নন্দ (Kiranmoy Nanda)।
আরও পড়ুন : TMC Organization Election: ২ ফেব্রুয়ারি তৃণমূলের সাংগঠনিক নির্বাচন, ৩১ মার্চ ঘোষণা হবে কার্যকরী সমিতি
১০ ফেব্রুয়ারি থেকে সাত দফায় ভোট শুরু উত্তরপ্রদেশে। এদিন সপা নেতা কিরণময় নন্দ জানান, ৮ ফেব্রুয়ারি লখনউ (Lucknow) গিয়ে ভার্চুয়াল (Varchual) প্রচার করবেন মমতা। এরপর সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব (Akhilesh Yadav) ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যৌথ সাংবাদিক বৈঠকও করবেন।
কলকাতায় কিরণময়ের অভিযোগ, বিজেপির (Bjp) নির্দেশে কাজ করছে উত্তরপ্রদেশ পুলিশ ও নির্বাচন কমিশন (Election Commission)। করোনা বিধিকে
অজুহাত থেকে লখনউয়ে বন্ধ করে দেওয়া হয়েছে সমাজবাদী পার্টির সদর দফতরও। তাঁর দাবি, এবারের ভোটে বিজেপিকে হারিয়ে ক্ষমতায় ফিরছেন অখিলেশ
যাদব। আর মমতার প্রচারে সমাজবাদী পার্টি আরও অক্সিজেন পাবেন বলেও দাবি কিরণময়ের।
গত বছরের বাংলার বিধানসভা নির্বাচনে সমাজবাদী পার্টির হয়ে কলকাতায় প্রচার করে গিয়েছিলেন জয়া বচ্চন। মূলত তৃণমূল নেত্রীর ডাকে সাড়া দিয়েই কলকাতায়
প্রচারে এসেছিলেন জয়া। এবার ছিল ফিরিয়ে দেওয়ার পালা। ফিরিয়ে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ফলে উত্তরপ্রদেশে প্রথম দফা ভোটের আগে লখনউয়ে মমতার ভার্চুয়াল প্রচারের দিকেই নজর এখন রাজনৈতিক মহলের।