আয়ুষ্মান খুরানা, নীনা গুপ্ত অভিনীত 'বাধাই হো' ছবির কথা নিশ্চয়ই মনে আছে? ছবিতে ২৫ বছরের নকুল ওরফে আয়ুষ্মান জেনে গিয়েছিলেন তাঁর মা অন্তঃসত্ত্বা। তাঁর গল্পই ফুটে উঠেছিল পর্দায়। এবার রিল রিয়েল মিলে গেল নিমেষে। সম্প্রতি বাস্তবে এমন এক ঘটনা ঘটেছে কেরলে। যেখানে ২৩ বছরের আর্যা জানতে পারেন তাঁর ৪৮ বছরের মা অন্তঃসত্ত্বা। প্রথমে এই 'কঠিন সত্যি' মেনে নিতে পারেননি আর্যা। কিন্তু পরে ছবির নকুলের মতোই তিনিই হয়ে ওঠেন মায়ের 'সাপোর্ট সিস্টেম'৷
পরে আর্যা জানান, বোন জন্ম নেওয়ার পর তাঁর জীবন বদলে গিয়েছে। ‘হিউমানস অফ বম্বে’ নামক পেজের এই পোস্ট এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল। আর্যা নিজের অভিজ্ঞতা জানিয়ে লিখেছিলেন, তাঁর বাবাই তাকে ফোন করে প্রথম মায়ের প্রেগন্যান্সির কথা জানান। তখন তাঁর মা ছিলেন আট মাসের অন্তঃসত্ত্বা। পরে বোনকে পেয়ে স্বপ্নপূরণ হয় আর্যার।