ওড়িশার ভূবনেশ্বরের বিখ্যাত লিঙ্গরাজ মন্দিরের এক পুরোহিতের বিরুদ্ধে যৌন হেনস্থা করার অভিযোগ এনেছেন এক সুইডিশ মহিলা। ওই পুরেহিতকে গৃরেফতার করেছে পুলিশ।
ধৃত পুরোহিতের নাম কুন্দন মহাপাত্র। তাঁর বয়স ২৪। কুন্দন এর আগেও ২০২৩ সালে শ্লীলতাহানি এবং তোলাবাজির অভিযোগে গ্রেফতার হয়েছিলেন। সম্প্রতি তিনি জামিনে ছাড়া পেয়েছিলেন।
২৮ বছর বয়সী ওই সুইডিশ মহিলার অভিযোগ, তিনি মন্দিরের বাইরে দাঁড়িয়ে ছবি তুলছিলেন। সেই সময় কুন্দন এসে তাঁর গাইড হতে চায়। তিনি রাজি হলে সে তাঁকে ওয়াচ টাওয়ারে নিয়ে গিয়ে নিগ্রহ করে। সিসিটিভি ফুটেজ দেখে কুন্দকে গ্রেফতার করেছে পুলিশ।