ম্যাঙ্গালুরু শহরের একটি ফ্ল্যাটে লিপ-লক প্রতিযোগিতায় (Lip-lock competition) অংশ নেওয়ার অভিযোগে আট ছাত্রের বিরুদ্ধে সিটি পুলিশ একটি মামলা দায়ের করেছে। ঘটনাটির ভিডিও ইতিমধ্যে নেটমাধ্যমে ভাইরাল হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পড়ুয়াদের বিরুদ্ধে আইপিসির ৩৭৬, ৩৫৪, ৩৫৪ (সি) এবং ১২০ (বি) ধারা এবং পকসো ও আইটি আইনের বিভিন্ন শাস্তিযোগ্য ধারায় মামলা করা হয়েছে।
সোশ্যাল মিডিয়ায় লিপ-লক প্রতিযোগিতার ভিডিয়োটি আপলোড করে ১৭ বছরের এক ছাত্র। সে এই ঘটনায় অন্যতম অভিযুক্ত। জানা গিয়েছে, কয়েকজন পড়ুয়া গত ফেব্রুয়ারিতে শহরের একটি ফ্ল্যাটে এই প্রতিযোগিতার আয়োজন করেছিল। ভিডিওটিতে দেখা গেছে একটি ছেলে এবং একটি মেয়ে শিক্ষা প্রতিষ্ঠানের ইউনিফর্মে পরস্পরের ঠোঁটে ঠোঁট রেখেছে এবং চারপাশে তাদের বন্ধুরা উল্লাস করছে।
ED Raid: শিক্ষক নিয়োগে অনিয়মের মামলায় শান্তিপ্রসাদ এবং কল্যাণময়ের বাড়িতে ইডি-র অভিযান
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত আট ছাত্র যৌন নির্যাতনের ভিডিয়ো দেখিয়ে দুটি মেয়েকে একাধিকবার যৌন নির্যাতন করেছে, তারপরেই বিষয়টি নিয়ে অভিযোগ দায়ের হয়। সিটি পুলিশ কমিশনার এন শশী কুমার জানান, তদন্ত চলছে। খুব শীঘ্রই তদন্ত শেষ করে চার্জ শিট ফাইল করা হবে। শিক্ষা প্রতিষ্ঠানের উচিত শিক্ষার্থীদের কার্যকলাপের উপর নজরদারি রাখা এবং এই ধরনের ঘটনাগুলি পুলিশের নজরে আনা।